আদিপুস্তক 10:15 - বাংলা সমকালীন সংস্করণ15 কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 কনানের সন্তান - জ্যেষ্ঠপুত্র সিদোন, হেৎ, যেবুষী, আমোরী, গির্গাশী, হিব্বতী, আরকিতি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কনান ছিল সীদোনের পিতা। সীদোন কনানের প্রথম সন্তান। কনান হিত্তীয়দের পূর্বপুরুষ হেতেরও পিতা ছিলেন। হেৎ থেকে হিত্তীয়দের উদ্ভব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 এবং কনানের বড় ছেলে সীদন, তারপর হেৎ, অধ্যায় দেখুন |