২ শমূয়েল 7:4 - পবিত্র বাইবেল4 কিন্তু সেই রাতে, নাথন প্রভুর কাছ থেকে বার্তা পেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু সেই রাতে মাবুদের এই কালাম নাথনের কাছে উপস্থিত হল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু সেই রাতে সদাপ্রভুর বাক্য এই বলে নাথনের কাছে এসেছিল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সেই রাত্রেই প্রভু পরমেশ্বর নির্দেশ দিলেন নাথনকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু সেই রাত্রিতে সদাপ্রভুর এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কিন্তু সেই রাতে সদাপ্রভুর এই বাক্য নাথনের কাছে উপস্থিত হল, অধ্যায় দেখুন |
‘আমি আমার সমস্ত লোকদের, ইস্রায়েলীয়দের মিশর থেকে নিয়ে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি আমার মন্দির বানানোর জন্য ইস্রায়েলের কোন নগর বেছে নিই নি। আর আমার লোকদের ইস্রায়েলীয়দের পরিচালনার জন্য কোনো ব্যক্তিকে মনোনীত করি নি। এবার আমি আমার উপাসনার জন্য জেরুশালেম শহরকে বেছে নিলাম, আর দায়ূদকে বেছে নিলাম আমার লোকদের, ইস্রায়েলীয়দের শাসন করার জন্য।’