২ শমূয়েল 6:4 - পবিত্র বাইবেল4 এইভাবে তারা পবিত্র সিন্দুক পাহাড়ের ওপরে অবীনাদবের বাড়ী থেকে বার করে নিয়ে এসেছিল। উষ পবিত্র সিন্দুকের সঙ্গে সেই শকটে ছিল এবং অহিয়ো পবিত্র সিন্দুকের সামনে সামনে হাঁটছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে আল্লাহ্র সিন্দুকসহ ঘোড়ার গাড়ি বের করে আনলো; এবং অহিয়ো সিন্দুকটির আগে আগে চলতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 অহিয় চলল গাড়ির আগে আগে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে ঈশ্বরের সিন্দুকসহ শকট বাহির করিয়া আনিল; এবং অহিয়ো সিন্দুকটীর অগ্রে অগ্রে চলিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকসহ গরুর গাড়ি বের করে আনল এবং অহিয়ো সিন্দুকটার আগে আগে চলল৷ অধ্যায় দেখুন |