Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:28 - পবিত্র বাইবেল

28 অহোহীয় সল্‌মোন; নটোফাতীয় মহরয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 অহোহীয় সল্‌মোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 অহোহীয় সল্‌মন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 অহোহীয় সলমোন, নটোফাতীয় মহরয়,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:28
7 ক্রস রেফারেন্স  

নটোফাতের সেরহ পরিবারের মহরয়ের দায়িত্ব ছিল দশম মাসের সৈন্যদল পরিচালনা করা। তাঁর দলে 24,000 পুরুষ ছিল।


এদিকে এ খবর পেয়ে নথনিয়়ের পুত্র ইশ্মায়েল, কারেয়ের পুত্র যোহানন, নটোফাতীয় তনহূমতের পুত্র সরায় আর মাখাথীয়ের পুত্র যাসনিয় প্রমুখ সেনাবাহিনীর প্রধানরা তাদের দলবল নিয়ে মিস্পাতে গদলিয়র সঙ্গে দেখা করতে গেলেন।


নটোফার মহরয়, নটোফার বানার পুত্র হেলদ,


সুতরাং যিহূদার সৈন্যরা মিস্পাতে এসে গদলিয়র সঙ্গে দেখা করতে সুযোগ দিয়েছিল। সৈন্যদের মধ্যে ছিল: নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের দুই পুত্র যোহানন ও যোনাথন, তন্হূমতের পুত্র সরায়, নটোফা থেকে এফ-এর পুত্ররা এবং মাখাথীয়ের পুত্র যাসনিয় এবং তাদের লোকরা।


বৈৎ‌লেহম ও নটোফা শহরের লোক 188


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন