Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 23:27 - পবিত্র বাইবেল

27 অনাথোতীয় অবীয়েষর; হূশাতীয় মবুন্নয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 অনাথোতের অধিবাসী অবীয়েষর, হূশাতীয় সিব্বখয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 অনাথোতীয় অবীয়েষর, হুশাতীয় মবুন্নয়,

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 23:27
5 ক্রস রেফারেন্স  

অনাথোৎ‌ এবং অল্মোন। তারা তাদের এই চারটি শহর এবং তাদের পশুদের জন্য শহরের আশপাশের মাঠঘাট দিল।


নবম মাসের দায়িত্বে ছিলেন অনাথোতের বিন্যামীন পরিবারগোষ্ঠীর অবীয়েষর। তাঁর দলে 24,000 পুরুষ ছিল।


তকোয়ের ইক্কেশের পুত্র ঈরা, অনাথোতের অবীয়েষর,


“হে প্রভু, নিজেদের জীবন তুচ্ছ করে যারা এই জল আমার জন্য এনেছে তা পান করা আর তাদের রুধির পান করা সমতুল্য। তাই দায়ূদ জল পান করতে অস্বীকার করলেন।” দায়ূদের ঐ তিন জন নায়ক এই ধরণের আরো অনেক বীরত্বপূর্ণ কাজকর্ম করেছিলেন।


পরে গোব নামক স্থানে পলেষ্টীয়দের সঙ্গে আর একটি যুদ্ধ হল। হূশাতীয় সিব্বখয় দৈত্যদের মধ্যে সফ নামে আর একজনকে হত্যা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন