২ শমূয়েল 22:46 - পবিত্র বাইবেল46 সেই সব বিদেশীরা ভয়ে শুকিয়ে গেছে। ভয়ে ভীত হয়ে তারা গোপন আস্তানা থেকে বেরিয়ে এসেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 বিজাতি-সন্তানেরা ম্লান হবে, সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান থেকে আসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 তারা সবাই সাহস হারায়; কাঁপতে কাঁপতে তারা তাদের দুর্গ থেকে বেরিয়ে আসে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 তারা সাহস হারিয়েছে, কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছে তাদের দুর্গ থেকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 বিজাতি-সন্তানেরা ম্লান হইবে, সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান হইতে আসিবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী46 অন্য জাতির লোকেরা নিরাশ হবে; তারা কাঁপতে কাঁপতে তাদের গোপন জায়গা থেকে বের হয়ে আসবে। অধ্যায় দেখুন |