২ শমূয়েল 2:25 - পবিত্র বাইবেল25 পর্বতের চূড়ায়, বিন্যামীনের পরিবারগোষ্ঠীর লোকরা অব্নেরের চারদিকে একত্রিত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর বিন্ইয়ামীনের লোকেরা অব্নেরের পিছনে একত্র দলবদ্ধ হয়ে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তখন বিন্যামীনের লোকজন অবনেরের পিছনে জমায়েত হল। তারা দল বেঁধে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 বিন্যামীন গোষ্ঠীর লোকেরা আবার অবনেরের পিছনে দল বেঁধে একটা পাহাড়ের মাথায় গিয়ে দাঁড়াল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর বিন্যামীন-সন্তানগণ অব্নেরের পশ্চাতে একত্র দলবদ্ধ হইয়া এক গিরির শৃঙ্গে দাঁড়াইয়া রহিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 আর বিন্যামীন সন্তানরা অবনেরের সঙ্গে একসাথে জড়ো হয়ে এই গিরির চূড়ায় দাঁড়িয়ে থাকল৷ অধ্যায় দেখুন |