২ শমূয়েল 2:22 - পবিত্র বাইবেল22 অব্নের আবার অসাহেলকে বলল, “দাঁড়াও, না হলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। তাহলে কেমন করে আমি আবার তোমার ভাই যোয়াবের মুখের দিকে তাকাবো?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে অব্নের অসাহেলকে আবার বললেন, আমাকে তাড়া না করে ফিরে যাও; আমি কেন তোমাকে আঘাত করে ভূতলশায়ী করবো? করলে তোমার ভাই যোয়াবের সাক্ষাতে কি করে মুখ দেখাব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 আরেকবার অবনের তাঁকে সাবধান করে দিলেন, “আর আমার পিছু ধাওয়া কোরো না! কেন মিছিমিছি আমি তোমাকে মারব? আর আমি তোমার দাদা যোয়াবের কাছে তখন কীভাবেই বা মুখ দেখাব?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অবনের আবার অসাহেলকে বললেন, আমার পিছনে ধাওয়া করো না। তোমাকে মারতে বাধ্য করো না। তখন কি করে আমি তোমার ভাই যোয়াবের কাছে মুখ দেখাব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে অব্নের অসাহেলকে পুনর্ব্বার কহিলেন, আমার পশ্চাদগমন হইতে ফির; আমি কেন তোমাকে আঘাত করিয়া ভূতলশায়ী করিব? করিলে তোমার ভ্রাতা যোয়াবের সাক্ষাতে কি করিয়া মুখ দেখাইব? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে অবনের অসাহেলকে পুনরায় বললেন, “আমার পিছু নেওয়া বন্ধ কর; আমি কেন তোমাকে আঘাত করে মাটিতে ফেলে দেব? এমন করলে তোমার ভাই যোয়াবের সামনে কি করে মুখ দেখাব?” অধ্যায় দেখুন |