২ শমূয়েল 18:25 - পবিত্র বাইবেল25 প্রহরী চিৎকার করে দায়ূদকে সে কথা বলল। রাজা দায়ূদ বললেন, “যদি লোকটা একা হয় তা হলে সে সংবাদ নিয়ে আসছে।” লোকটা ক্রমে নগরের কাছে এসে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাতে প্রহরী উচ্চৈঃস্বরে বাদশাহ্কে তা জানালো; বাদশাহ্ বললেন, সে যদি একা হয়, তবে তার মুখে সংবাদ আছে। পরে সে আসতে আসতে নিকটবর্তী হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 পাহারাদার রাজামশাইকে ডেকে সে খবর জানিয়েছিল। রাজামশাই বললেন, “সে যদি একা আছে তবে নিশ্চয় ভালো খবরই আনছে।” লোকটি দৌড়াতে দৌড়াতে খুব কাছাকাছি এসে পড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সে চীৎকার করে রাজাকে সে কথা জানাল। রাজা বললেন, সে যদি একা আসে তাহলে জেন, সুসংবাদ আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাতে প্রহরী উচ্চৈঃস্বরে রাজাকে তাহা বলিল; রাজা কহিলেন, সে যদি একা হয়, তবে তাহার মুখে সমাচার আছে। পরে সে আসিতে আসিতে নিকটবর্ত্তী হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তাতে পাহারাদার চিত্কার করে রাজাকে সেটা বলল; রাজা বললেন, “সে যদি একা হয়, তবে তার কাছে খবর আছে৷” পরে সে আসতে আসতে কাছাকাছি এল৷ অধ্যায় দেখুন |