২ শমূয়েল 13:3 - পবিত্র বাইবেল3 শিমিয়ের পুত্র যোনাদব অম্নোনের বন্ধু ছিল। (শিমিয় ছিল দায়ূদের ভাই।) যোনাদব প্রচণ্ড চালাক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কিন্তু দাউদের ভাই শিমিয়ের পুত্র যোনাদব নামে অম্নোনের এক জন বন্ধু ছিল; সে খুবই চালাক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এদিকে দাউদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব ছিল অম্নোনের মন্ত্রণাদাতা। যোনাদব খুব ধুরন্ধর লোক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 দাউদের ভাই শিমিয়র পুত্র যোনাদব ছিল অম্নোনের বন্ধু। দারুণ ধূর্ত সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কিন্তু দায়ূদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব নামে অম্মোনের এক বন্ধু ছিল; সেই যোনাদব অতিশয় চতুর ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 কিন্তু দায়ূদের ভাই শিমিয়ের ছেলে যোনাদব নামে অম্মোনের এক বন্ধু ছিল; সেই যোনাদব খুব চালক ছিল৷ অধ্যায় দেখুন |