২ রাজাবলি 24:10 - পবিত্র বাইবেল10 সেই সময়, নবূখদ্নিৎসরের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুশালেম ঘিরে ফেলেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 ঐ সময়ে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের গোলামেরা জেরুশালেমে এসে নগর অবরুদ্ধ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সেই সময় ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কর্মকর্তারা জেরুশালেমের দিকে এগিয়ে গিয়ে নগরটি অবরুদ্ধ করল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাঁর আমলে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের সেনাপতিরা সৈন্যবাহিনী নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে অভিযান করেন এবং নগর অবরোধ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ঐ সময়ে বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাসগণ যিরূশালেমে আসিল, আর নগর অবরুদ্ধ হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 সেই দিনের বাবিলের রাজা নবূখদ্নিৎসরের সৈন্যেরা যিরূশালেম আক্রমণ করলো এবং সেই শহর অবরোধ করল। অধ্যায় দেখুন |
প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে। বাবিলের নবূখদ্রিৎসর যখন যিকনিয়কে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল। রাজা যিহোয়াকীমের পুত্র যিকনিয় ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্রিৎসর বাবিলে নিয়ে এসেছিলেন।