২ বংশাবলি 4:1 - পবিত্র বাইবেল1 শলোমন পিতল দিয়ে মন্দিরের বর্গাকৃতি বেদীটি বানিয়েছিলেন। দৈর্ঘ্য ও প্রস্থে এটি ছিল 20 হাত এবং উচ্চতায় 10 হাত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর তিনি ব্রোঞ্জের একটি কোরবানগাহ্ তৈরি করলেন, তার লম্বা বিশ হাত চওড়া বিশ হাত ও উচ্চতা দশ হস্ত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তিনি প্রায় 9 মিটার করে লম্বা ও চওড়া ও প্রায় 4.6 মিটার উঁচু ব্রোঞ্জের একটি বেদি তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 রাজা শলোমন কুড়ি হাত লম্বা, কুড়ি হাত চওড়া ও দশ হাত উঁচু একটি বেদী তৈরী করালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, প্রস্থ বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আর তিনি পিতলের এক যজ্ঞবেদি তৈরী করলেন, তার দৈর্ঘ্য কুড়ি হাত, প্রস্থ কুড়ি হাত ও উচ্চতা দশ হাত৷ অধ্যায় দেখুন |