২ বংশাবলি 34:16 - পবিত্র বাইবেল16 শাফন তা রাজা যোশিয়র কাছে নিয়ে এসে বললেন, “আপনার কর্মচারীরা আপনার সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর শাফন সেই কিতাব বাদশাহ্র কাছে নিয়ে গিয়ে এই নিবেদন করলেন, আপনার গোলামদের প্রতি হুকুম করা সমস্ত কাজ করা যাচ্ছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 পরে শাফন পুস্তকটি রাজার কাছে নিয়ে গেলেন এবং তাঁকে এই খবর দিলেন: “আপনার কর্মকর্তাদের যা যা করতে বলা হল, তারা তা করছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 শাফন পু্স্তকটি রাজার কাছে নিয়ে গেলেন এবং বললেন, মহারাজ, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কাজ করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর শাফন সেই পুস্তক রাজার কাছে লইয়া গিয়া রাজার কাছে এই নিবেদন করিলেন, আপনার দাসদের প্রতি আদিষ্ট সমস্ত কর্ম্ম করা যাইতেছে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 শাফন সেই বইটি রাজার কাছে নিয়ে গিয়ে তাঁকে বললেন, “আপনার কর্মচারীদের উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা তা সবই করছেন। অধ্যায় দেখুন |