২ বংশাবলি 26:1 - পবিত্র বাইবেল1-3 এরপর যিহূদার লোকরা অমৎসিয়র জায়গায় কিশোর উষিয়কে নতুন রাজা হিসেবে নিযুক্ত করলো। উষিয় মাত্র 16 বছর বয়সে রাজা হয়ে 52 বছর জেরুশালেমে শাসন করেছিলেন। তাঁর পিতার মৃত্যুর পর তিনি এলত্ শহরটি নতুন করে বানিয়ে যিহূদাকে ফেরৎ দিয়েছিলেন। উষিয়র মা যিখলিয়া ছিলেন জেরুশালেমের বাসিন্দা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর এহুদার সমস্ত লোক ষোল বছর বয়স্ক উষিয়কে নিয়ে তার পিতা অমৎসিয়ের পদে বাদশাহ্ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 পরে যিহূদার সব লোকজন সেই উষিয়কে এনে রাজারূপে তাঁকে তাঁর বাবা অমৎসিয়ের স্থলাভিষিক্ত করল, যাঁর বয়স তখন ষোলো বছর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যিহুদীয়ার প্রজাবৃন্দ রাজা অমৎসিয়ের ষোল বৎসর বয়স্ক পুত্র উৎসিয়কে তাঁর পিতার উত্তরাধিকারীরূপে সিংহাসনে বসালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর যিহূদার সমস্ত লোক ষোড়শ বৎসর বয়স্ক উষিয়কে লইয়া তাঁহার পিতা অমৎসিয়ের পদে রাজা করিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আর যিহূদার সমস্ত লোক ষোল বছরের উষিয়কে নিয়ে তাঁর বাবা অমৎসিয়ের জায়গায় রাজা করল। অধ্যায় দেখুন |