২ বংশাবলি 21:4 - পবিত্র বাইবেল4 যিহোরাম তাঁর পিতৃদত্ত রাজত্বের শাসনভার গ্রহণ করলেন এবং নিজের ক্ষমতা আরো বৃদ্ধি করলেন। তারপর তরবারির সাহায্যে তাঁর অন্যান্য ভাইদের ও ইস্রায়েলের কিছু নেতাকে হত্যা করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যিহোরাম তাঁর পিতার রাজ্যে অধিষ্ঠিত হয়ে নিজেকে বলবান করলেন; আর তাঁর সমস্ত ভাই এবং ইসরাইলের কয়েক জন কর্মকর্তাদেরও তলোয়ারের আঘাতে হত্যা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যিহোরাম তাঁর বাবার রাজ্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পর তাঁর সব ভাইকে ও তাদের সাথে সাথে ইস্রায়েলের কয়েকজন কর্মকর্তাকেও তরোয়াল দিয়ে খুঁচিয়ে হত্যা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজ্যের সমস্ত কর্তৃত্ব সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণাধীনে আসার পর রাজা যিহোরাম তাঁর ভাইদের ও বিশেষ পদাধিকারী কয়েকজন ইসরায়েলী অধ্যক্ষকে হত্যা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যিহোরাম আপন পিতার রাজ্যে অধিষ্ঠিত হইলে আপনাকে বলবান করিলেন; আর আপনার সমস্ত ভ্রাতাকে এবং ইস্রায়েলের কতকগুলি অধ্যক্ষকেও খড়্গ দ্বারা বধ করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যিহোরাম তাঁর বাবার রাজ্য অধীনে এনে নিজেকে শক্তিশালী করলেন; আর নিজের সমস্ত ভাইদের এবং ইস্রায়েলের কয়েকজন শাসনকর্তাকেও তরোয়াল দিয়ে হত্যা করলেন। অধ্যায় দেখুন |