২ বংশাবলি 11:11 - পবিত্র বাইবেল11 এই শহরগুলো শক্তিশালী করবার পর তিনি এই শহরগুলির জন্য সেনাপতিসমূহ নিয়োগ করলেন এবং তাদের খাবার, তেল, দ্রাক্ষারস ইত্যাদি সরবরাহ করেছিলেন এবং অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এই যেসব প্রাচীরবেষ্টিত নগর এহুদা ও বিন্ইয়ামীন দেশে আছে, তিনি এসব নির্মাণ করলেন। আর তিনি দুর্গগুলো দৃঢ় করে তার মধ্যে সেনাপতিদেরকে রাখলেন এবং খাদ্য দ্রব্য, তেল ও আঙ্গুর-রসের ভাণ্ডার করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তিনি সেই নগরগুলির সুরক্ষা-ব্যবস্থা মজবুত করলেন এবং সেগুলিতে সেনাপতি মোতায়েন করে দিলেন, ও খাবারদাবার, জলপাই তেল ও দ্রাক্ষারসও সরবরাহ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তিনি সুদৃঢ় দুর্গনগরগুলি সুরক্ষার ব্যবস্থা করলেন। প্রত্যেকটি নগরে একজন করে সৈন্যাধ্যক্ষ নিযুক্ত করলেন এবং সেখানে খাদ্য, জলপাই তেল ও সুরা সরবরাহের ব্যবস্থা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর তিনি দুর্গ সকল দৃঢ় করিয়া তাহার মধ্যে সেনাপতিগণকে রাখিলেন, এবং খাদ্য দ্রব্য, তৈল ও দ্রাক্ষারসের ভাণ্ডার করিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর তিনি দুর্গগুলি শক্তিশালী করে সেখানে সেনাপতিদের রাখলেন এবং খাবার-দাবার, তেল ও আঙ্গুর রসের ভান্ডার করলেন। অধ্যায় দেখুন |