২ থিষলনীকীয় 3:7 - পবিত্র বাইবেল7 তোমরা নিজেরা জান যে আমরা যেমন চলি, তোমাদের তেমনি চলা উচিত। আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, আমরা অলস ছিলাম না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কারণ কিভাবে আমাদের অনুকরণ করতে হয় তা তোমরা নিজেরাই জান; কেননা তোমাদের মধ্যে থাকবার সময়ে আমরা অলসভাবে জীবন কাটাই নি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমরা বালবাবেই জান, আমাদের প্রদর্শিত আদর্শ কিভাবে অনুসরণ করতে হবে, তোমাদের কাছে থাকার সময় আমরা কখনও অলস জীবন যাপন করিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয়, তাহা তোমরা আপনারাই জান; কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম না; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ কি প্রকারে আমাদের অনুকারী হতে হয়, তা তোমরা নিজেরাই জান; কারণ তোমাদের মধ্যে আমরা থাকাকালীন অলস ছিলাম না; অধ্যায় দেখুন |