২ করিন্থীয় 2:7 - পবিত্র বাইবেল7 কিন্তু এখন তোমাদের বরং তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া উচিত। তা না হলে সে হয়তো অত্যধিক মনোবেদনায় হতাশ হয়ে পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অতএব তোমরা বরং তাকে মাফ করলে ও সান্ত্বনা দিলে ভাল হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে সেই ব্যক্তি হতাশ হয়ে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 বরং, এখন তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া, যেন সে দুঃখের আতিশয্যে ভেঙে না পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তোমাদের এখন উচিত তাকে ক্ষমা করা ও উৎসাহিত করা যেন সে আরও বেশি দুঃখে ভারাক্রান্ত হয়ে না পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অতএব তোমরা বরং তাহাকে ক্ষমা করিলে ও সান্ত্বনা করিলে ভাল হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ ব্যক্তি কবলিত হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সুতরাং তোমরা বরং তাকে শাস্তির বদলে ক্ষমা কর এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত মনোদুঃখে সেই ব্যক্তি হতাশ হয়ে না পড়ে। অধ্যায় দেখুন |