১ শমূয়েল 8:10 - পবিত্র বাইবেল10 লোকরা একজন রাজা চাইছিল। তখন শমূয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনাল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে যে লোকেরা শামুয়েলের কাছে বাদশাহ্ চেয়েছিল তাদের কাছে তিনি মাবুদের ঐ সমস্ত কথা বললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যারা শমূয়েলের কাছে একজন রাজা চেয়েছিল, তাদের তিনি সদাপ্রভুর বলা সব কথা বলে শোনালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 শমুয়েল তখন যে সব লোক তাঁর কাছে রাজা নিয়োগের দাবী জানিয়েছিল তাদের কাছে প্রভু পরমেশ্বরের সমস্ত কথা বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা যাচ্ঞা করিয়াছিল, তাহাদিগকে তিনি সদাপ্রভুর ঐ সমস্ত কথা কহিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 পরে যে লোকেরা শমূয়েলের কাছে রাজা চেয়েছিল, তাদেরকে তিনি সদাপ্রভুর সেই সমস্ত কথা জানালেন। অধ্যায় দেখুন |
শমূয়েল বলল, “যদি তোমরা রাজা চাও তাহলে সে কি কি করবে শোন। সে তোমাদের পুত্রদের তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে এবং জোর করে তাদের দিয়ে নিজের সেবা করিয়ে নেবে। তাদের জোর করে সৈন্য করবে, রথ আর অশ্ববাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে লড়াই করাবে। রাজার রথকে সামলানোর জন্য সেই রথের সামনে ছুটে ছুটে তারা পাহারা দেবে।