১ শমূয়েল 25:9 - পবিত্র বাইবেল9 দায়ূদের লোকরা নাবলের কাছে গিয়ে বার্তাটা দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন দাউদের যুবকরা গিয়ে দাউদের নাম করে নাবলকে সেসব কথা বললো, পরে তারা চুপ করে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 দাউদের লোকজন নাবলের কাছে পৌঁছে দাউদের নাম করে তাকে এসব কথা বলল। পরে তারা অপেক্ষা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 দাউদের সঙ্গী যুবকেরা গিয়ে তাঁর নাম করে নাবলকে ঐসব কথা বলল এবং তার উত্তরের অপেক্ষায় রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন দায়ূদের যুবকগণ গিয়া দায়ূদের নাম করিয়া নাবলকে সেই সকল কথা কহিল, পরে তাহারা চুপ করিয়া রহিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন দায়ূদের যুবকরা গিয়ে দায়ূদের নাম করে নাবলকে সেই সব কথা বলল, পরে তারা চুপ করে থাকল৷ অধ্যায় দেখুন |