১ শমূয়েল 22:22 - পবিত্র বাইবেল22 দায়ূদ বললেন, “আমি সেদিন নোবে ইদোমীয় দোয়েগকে দেখেছিলাম। আমি জানতাম শৌলকে সে সব বলবে। তোমার পিতার পরিবারের সকলের মৃত্যুর জন্য আমিই দায়ী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 দাউদ অবিয়াথরকে বললেন, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝেছিলাম যে, সে নিশ্চয়ই তালুতকে সংবাদ দেবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর হত্যার কারণ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তখন দাউদ অবিয়াথরকে বললেন, “ইদোমীয় দোয়েগকে সেদিন যখন আমি সেখানে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যে সে নিশ্চয় শৌলকে বলে দেবে। আপনার পুরো পরিবারের মৃত্যুর জন্য আমিই দায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দাউদ অবিয়াথরকে বললেন, ইদোমী দোয়েগকে সেখানে দেখে আমি সেইদিনই বুঝেছিলাম যে সে নিশ্চয়ই শৌলকে সংবাদ দেবে। আমিই তোমার পিতৃকুলের সকলের প্রাণনাশের কারণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 দায়ূদ অবিয়াথরকে কহিলেন, ইদোমীয় দোয়েগ সে স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝিয়াছিলাম যে, সে নিশ্চয়ই শৌলকে সংবাদ দিবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর বধের কারণ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 দায়ূদ অবিয়াথরকে বললেন, “ইদোমীয় দোয়েগ সেখানে থাকাতে আমি সেদিন ই বুঝেছিলাম যে, সে নিশ্চয়ই শৌলকে খবর দেবে৷ আমিই তোমার বাবার বংশের সব লোকের হত্যার কারণ৷ অধ্যায় দেখুন |