১ শমূয়েল 18:7 - পবিত্র বাইবেল7 স্ত্রীলোকরা গাইল, “শৌল বধিলেন শত্রু হাজারে হাজারে, আর দায়ূদ বধিলেন অযুতে অযুতে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেই স্ত্রী-লোকেরা অভিনয় করে একে একে গান করে বললো, তালুত মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 নাচতে নাচতে তারা গাইল: “শৌল মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারা আনন্দে মেতে পরস্পরকে উদ্দেশ করে এই গান গাইতে লাগল: হাজার হাজার মেরেছেন শৌল দাউদ মেরেছেন অযুত অযুত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সেই স্ত্রীলোকেরা অভিনয়ক্রমে পরস্পর গান করিয়া বলিল, শৌল বধিলেন সহস্র সহস্র, আর দায়ূদ বধিলেন অযুত অযুত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তারা নাচতে নাচতে এই গান গাইছিল, “শৌল মারলেন হাজার হাজার, আর দায়ূদ মারলেন অযুত অযুত।” অধ্যায় দেখুন |
কিন্তু লোকরা বলে উঠল, “না! আপনি আমাদের সঙ্গে একদম আসবেন না। কেন? কারণ আমরা যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাই, তাহলে অবশালোমের লোকরা ধর্তব্যের মধ্যেই আনবে না। এমনকি, আমাদের অর্ধেক লোক যদি মারাও যায় তাতেও অবশালোমের লোকদের কিছু এসে যাবে না, কিন্তু আপনি আমাদের 10,000 লোকর সমান। তাই আপনার পক্ষে শহরে থাকাই ভাল। তখন আমরা সাহায্য চাইলে আপনি আমাদের সাহায্য করতে পারবেন।”