১ শমূয়েল 12:25 - পবিত্র বাইবেল25 কিন্তু তোমরা যদি মন্দ কাজ করতে থাকো তাহলে ঈশ্বর তোমাদের আর তোমাদের রাজাকে ধ্বংস করবেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের বাদশাহ্ উভয়ে বিনষ্ট হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তবুও যদি তোমরা অন্যায় করেই যাও, তবে তোমরা ও তোমাদের রাজা, সবাই ধ্বংস হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 কিন্তু যদি তোমরা এর পরেও দুষ্কর্ম করতে থাক তবে তোমরা এবং তোমাদের রাজা সকলেই ধ্বংস হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কিন্তু তোমরা যদি খারাপ ব্যবহার কর, তবে তোমরা ও তোমাদের রাজা উভয়েই বিনষ্ট হবে৷” অধ্যায় দেখুন |
তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে যে চুক্তি করেছ তা ভঙ্গ করলে এই দশাই হবে। যদি তোমরা অন্যান্য দেবতার সেবা কর তাহলে এই দেশ তোমাদের হারাতে হবে। অন্য দেবতাদের তোমরা কিছুতেই আরাধনা করবে না। যদি করো প্রভু তোমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন আর এর ফলে তাঁর দেওয়া দেশ থেকে অচিরেই তোমাদের চলে যেতে বাধ্য করা হবে।”