১ রাজাবলি 7:6 - পবিত্র বাইবেল6 এছাড়া শলোমন 50 হাত লম্বা ও 30 হাত চওড়া একটি “ঝুলন্ত বারান্দা” বানিয়েছিলেন। বারান্দার সামনে একটা ছাদ ছিল যেটা অনেক থাম বা খিলানকে অবলম্বন করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর তিনি স্তম্ভশ্রেণীর একটি বারান্দা প্রস্তুত করলেন, তা লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় ত্রিশ হাত এবং তাদের সম্মুখে আর একটি বারান্দা করলেন, তাতেও স্তম্ভশ্রেণী ও তার সম্মুখে গোবরাট ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তিনি প্রায় 23 মিটার লম্বা ও 14 মিটার চওড়া এক স্তম্ভসারি তৈরি করলেন। সেটির সামনের দিকে একটি দ্বারমণ্ডপ ছিল, এবং সেটির সামনের দিকে ছিল কয়েকটি থাম ও একটি ঝুলবারান্দা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ‘স্তম্ভ কক্ষ’ নামে কক্ষটি ছিল পঞ্চাশ হাত লম্বা ও ত্রিশ হাত চওড়া। এর সামনে ছিল থামওয়ালা একটি ঢাকা বারান্দা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তিনি স্তম্ভশ্রেণীর এক বারাণ্ডা প্রস্তুত করিলেন, তাহার দীর্ঘতা পঞ্চাশ হস্ত ও প্রস্থ ত্রিশ হস্ত, এবং তাহাদের সম্মুখে আর এক বারাণ্ডা করিলেন, তাহাতেও স্তম্ভশ্রেণী ও তাহার সম্মুখে গোবরাট ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সেখানে একটি স্তম্ভশ্রেণী ছিল যেটি লম্বায় পঞ্চাশ হাত আর চওড়ায় ত্রিশ হাত। তার সামনে ছিল একটা ছাদ দেওয়া বারান্দা, আর সেই ছাদ কতগুলো থামের উপর বসানো ছিল। অধ্যায় দেখুন |