১ রাজাবলি 6:17 - পবিত্র বাইবেল17 পবিত্রতম স্থানের সামনে ছিল মন্দিরের মূল অংশ বা ঘরটি, যার দৈর্ঘ্য প্রায় পৌনে 40 হাত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তাতে গৃহ, অর্থাৎ সম্মুখস্থ পবিত্র স্থানটি চল্লিশ হাত লম্বা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এই ঘরটির সামনের দিকের মূল ঘরটি ছিল দৈর্ঘ্যে প্রায় 18 মিটার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 মহাপবিত্র স্থানের সামনে মন্দিরের ভিতরের দিকটা ছিল চল্লিশ হাত দীর্ঘ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহাতে গৃহ, অর্থাৎ অগ্রস্থিত মন্দির চল্লিশ হস্ত দীর্ঘ হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 মহাপবিত্র স্থানের সামনে প্রধান বড় কামরাটি ছিল চল্লিশ হাত লম্বা। অধ্যায় দেখুন |