Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:2 - পবিত্র বাইবেল

2 শাসনকার্য পরিচালনা করতে যে সমস্ত রাজকর্মচারী তাঁকে সাহায্য করতেন তারা হল: সাদোকের পুত্র যাজক অসরিয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তাঁর প্রধান কর্মকর্তাদের নাম এই— সাদোকের পুত্র অসরিয় ইমাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এরাই ছিলেন তাঁর প্রধান কর্মকর্তা: সাদোকের ছেলে অসরিয় ছিলেন যাজক;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন তাঁর উচ্চপদস্থ কর্মচারী:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাঁহার অমাত্যগণের নাম এই এই;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক;

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:2
7 ক্রস রেফারেন্স  

ঈশ্বর মণ্ডলীতে প্রথমতঃ প্রেরিতদের, দ্বিতীয়তঃ ভাববাদীদের, তৃতীয়তঃ শিক্ষকদের রেখেছেন। এরপর নানা প্রকার অলৌকিক কাজ করার ক্ষমতা, রোগীদের আরোগ্য দান করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা, নেতৃত্ব দেবার ক্ষমতা ও বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন।


কিন্তু তোমাকে কিছু মানুষকে বিচারক হিসাবে এবং নেতা হিসেবে নির্বাচন করতে হবে। “কিছু ভাল মানুষ যাদের তুমি বিশ্বাস করতে পারো তাদের নির্বাচন করো—তারা ঈশ্বরকে সম্মান করবে। তাদেরই নির্বাচন করবে যারা অর্থের জন্য নিজেদের সিদ্ধান্ত বদল করবে না এবং এদের মানুষদের শাসক হিসাবে তৈরি করো। 1000 জন প্রতি, 100 জন প্রতি, 50 জন প্রতি এবং 10 জন প্রতি শাসক মনোনীত করো।


লেবির বংশে: কমূয়েলের পুত্র হশবিয়, হারোণ বংশে: সাদোক।


সমগ্র ইস্রায়েলের লোকের শাসনকর্তা ছিলেন রাজা শলোমন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন