১ রাজাবলি 4:2 - পবিত্র বাইবেল2 শাসনকার্য পরিচালনা করতে যে সমস্ত রাজকর্মচারী তাঁকে সাহায্য করতেন তারা হল: সাদোকের পুত্র যাজক অসরিয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাঁর প্রধান কর্মকর্তাদের নাম এই— সাদোকের পুত্র অসরিয় ইমাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 এরাই ছিলেন তাঁর প্রধান কর্মকর্তা: সাদোকের ছেলে অসরিয় ছিলেন যাজক; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন তাঁর উচ্চপদস্থ কর্মচারী: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাঁহার অমাত্যগণের নাম এই এই; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 এরাই ছিলেন তাঁর প্রধান কর্মচারী: সাদোকের ছেলে অসরিয় ছিলেন রাজার পরামর্শদাতা যাজক; অধ্যায় দেখুন |
কিন্তু তোমাকে কিছু মানুষকে বিচারক হিসাবে এবং নেতা হিসেবে নির্বাচন করতে হবে। “কিছু ভাল মানুষ যাদের তুমি বিশ্বাস করতে পারো তাদের নির্বাচন করো—তারা ঈশ্বরকে সম্মান করবে। তাদেরই নির্বাচন করবে যারা অর্থের জন্য নিজেদের সিদ্ধান্ত বদল করবে না এবং এদের মানুষদের শাসক হিসাবে তৈরি করো। 1000 জন প্রতি, 100 জন প্রতি, 50 জন প্রতি এবং 10 জন প্রতি শাসক মনোনীত করো।