Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:14 - পবিত্র বাইবেল

14 ইদ্দোরের পুত্র অহীনাদব ছিলেন মহনয়িমের শাসক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ইদ্দোর পুত্র অহিনাদব: মহনায়িম অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:14
7 ক্রস রেফারেন্স  

দায়ূদ মহনয়িমে এলেন। শোবি, মাখীর এবং বর্সিল্লয় সেইখানেই ছিল। শোবি অম্মোনদের রব্বা শহরের নাহশের পুত্র। মাখীর হল লোদবার নিবাসী অম্মীয়েলের পুত্র। আর বর্সিল্লয় গিলিয়দের, রোগলীমের থেকে এসেছিল।


দায়ূদ মহনয়িমে এলেন। অবশালোম এবং তার সঙ্গে যে সব ইস্রায়েলীয়রা ছিল তারা যর্দন নদী পার হয়ে গেল।


নেরের পুত্র অব্নের শৌলের সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন। অব্নের শৌলের পুত্র ঈশ্ বোশত্‌কে মহনয়িমে নিয়ে গেলেন এবং


এই অঞ্চলের মধ্যে আছে হিষ্বোন থেকে রামৎ‌-মিস্পী এবং বটোনীম, মহনয়িম থেকে দবীর এবং


তাদের দেখে যাকোব বলল, “এ ঈশ্বরের শিবির!” সেই জন্য সে সেই স্থানের নাম মহনয়িম রাখল।


এবং পূর্ব মনঃশিতে: সখরিয়র পুত্র যিদ্দো, বিন্যামীন বংশে: অব্নেরের পুত্র যাসীয়েল এবং


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন