১ রাজাবলি 2:41 - পবিত্র বাইবেল41 কিন্তু কেউ একজন গিয়ে একথা শলোমনের কানে তুললে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 পরে সোলায়মানকে কেউ সংবাদ দিল, শিমিয়ি জেরুশালেম থেকে গাতে গিয়েছিল, এখন ফিরে এসেছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 শলোমনকে যখন বলা হল যে শিমিয়ি জেরুশালেম থেকে গাতে গিয়ে আবার ফিরেও এসেছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 জেরুশালেম থেকে শিমিয়ির গাতে যাওয়া ও ফিরে আসার খবর পেয়ে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 পরে শলোমনকে কেহ সংবাদ দিল, শিমিয়ি যিরূশালেম হইতে গাতে গিয়াছিল, এখন ফিরিয়া আসিয়াছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 পরে শলোমনকে জানানো হল যে, শিমিয়ি যিরূশালেম থেকে গাতে গিয়ে আবার ফিরে এসেছে। অধ্যায় দেখুন |