১ রাজাবলি 19:20 - পবিত্র বাইবেল20 ইলীশায় ষাঁড়কে ছেড়ে রেখে এলিয়র পেছনে ছুটে এসে বললেন, “আমাকে অনুমতি দিন, আমি একবার গিয়ে আমার মাকে আদর করে আসি এবং পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসি। তারপর আমি আপনার সঙ্গে যাবো।” এলিয় উত্তর দিল, “বেশ, যাও! আমি তোমাকে বাধা দেব না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তাতে তিনি সমস্ত বলদ ত্যাগ করে ইলিয়াসের পেছন পেছন দৌড়ে গিয়ে তাঁকে বললেন, আরজ করি, অনুমতি দিন, আমি আমার মাতা পিতাকে চুম্বন করে আসি, পরে আপনাকে অনুসরণ করবো। তিনি তাঁকে বললেন, তুমি ফিরে যাও, বল দেখি, আমি তোমার কি করলাম? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 ইলীশায় তখন তাঁর বলদগুলি ছেড়ে এলিয়ের কাছে দৌড়ে গেলেন। “আমাকে অনুমতি দিন, আমি আমার মা-বাবাকে চুমু দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি,” তিনি বললেন, “পরে আমি আপনার সাথে আসব।” “তুমি ফিরে যাও,” এলিয় উত্তর দিলেন। “আমি তোমার প্রতি কী করেছি?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 ইলিশায় তখন লাঙ্গল ফেলে এলিয়ের পিছনে পিছনে দৌড়ে গিয়ে বললেন, দয়া করে আমায় অনুমতি দিন, আমি আমার বাবা-মাকে চুম্বন করে তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমি আপনার অনুগামী হব।এলিয় বললেন, ঠিক আছে, যাও। আমি কি তোমায় বাধা দিচ্ছি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহাতে তিনি বলদ সকল ত্যাগ করিয়া এলিয়ের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাঁহাকে কহিলেন, বিনয় করি, অনুমতি দিউন, আমি আপন মাতা পিতাকে চুম্বন করিয়া আসি, পরে আপনার পশ্চাদগামী হইব। তিনি তাঁহাকে কহিলেন, তুমি ফিরিয়া যাও, বল দেখি, আমি তোমার কি করিলাম? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 ইলীশায় তখন তাঁর বলদ ফেলে এলিয়ের পিছনে পিছনে দৌড়ে গেলেন। ইলীশায় বললেন, “মিনতি করি, আমাকে আমার মা বাবাকে চুম্বন করে আসতে দিন। তারপর আমি আপনার সঙ্গে যাব।” উত্তরে এলিয় বললেন, “ফিরে যাও, কিন্তু আমি তোমার কি করলাম?” অধ্যায় দেখুন |