১ যোহন 3:21 - পবিত্র বাইবেল21 প্রিয় বন্ধুরা, যদি আমাদের বিবেকগুলি আমাদের দোষের অনুভূতি না দেয় তবে ঈশ্বরের সামনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 প্রিয়তমেরা, আমাদের অন্তর যদি আমাদের দোষী না করে, তবে আল্লাহ্র উদ্দেশে আমাদের সাহস লাভ হয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 প্রিয় বন্ধুরা, আমাদের হৃদয় যদি আমাদের দোষী সাব্যস্ত না করে, তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায় অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 স্নেহাস্পদেরা, আমাদের বিবেক যদি আমাদের দোষী না করে তাহলে আমরা ঈশ্বরের সামনে যাবার সাহস পাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশে আমাদের সাহস লাভ হয়; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 প্রিয় সন্তানেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়; অধ্যায় দেখুন |