১ বংশাবলি 8:6 - পবিত্র বাইবেল6-7 নামান, অহিয় আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ। এঁরা সকলেই গেবায় নিজেদের পরিবারের নেতা ছিলেন। উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে যেতে বাধ্য করেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6-7 এহুদের বংশতালিকা: নামান, অহিয় এবং গেরা। গেবা নিবাসী পরিবারগুলির এঁরাই ছিলেন প্রধান। কিন্তু পরে এঁরা বিতাড়িত হয়ে এই স্থান ত্যাগ করে মানহৎ-এ গিয়ে বসবাস করতে বাধ্য হন। উজ্জু ও অহিহুদের পিতা গেরা তাঁদের এই অভিযানে নেতৃত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল: অধ্যায় দেখুন |