১ বংশাবলি 8:28 - পবিত্র বাইবেল28 এঁরা সকলেই জেরুশালেমে বাস করতেন এবং নিজেদের পরিবারের নেতা ছিলেন। একথা এঁদের পারিবারিক ইতিহাসে লেখা আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 এঁরা পিতৃকুলপতি বলে যার যার বংশ-তালিকা অনুসারে এঁরা প্রধান ছিলেন, এঁরা জেরুশালেমে বাস করতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 এরা সবাই তাদের বংশতালিকায় নথিভুক্ত পরিবারগুলির কর্তা ও প্রধান ছিলেন এবং তাঁরা জেরুশালেমেই বসবাস করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 এঁরা ছিলেন জেরুশালেমের অধিবাসীদের পূর্বপুরুষ ও কুলপতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 ইহাঁরা পিতৃকুলপতি বলিয়া আপন আপন বংশাবলিতে প্রধান ছিলেন, ইহাঁরা যিরূশালেমে বাস করিতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন। অধ্যায় দেখুন |