১ বংশাবলি 7:29 - পবিত্র বাইবেল29 মনঃশিদের জমির সীমান্ত বরাবর ছিল বৈৎশান, তানক, মগিদ্দো, দোর এবং তাদের গ্রামগুলি। ইস্রায়েলের পুত্র যোষেফের উত্তরপুরুষরা এই সমস্ত শহরে থাকতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর মানাশা-বংশের লোকদের সীমার পাশে অবস্থিত বৈৎ-শান ও তার সমস্ত উপনগর, তানক ও তার সমস্ত উপনগর, মগিদ্দো ও তার সমস্ত উপনগর, দোর ও তার সমস্ত উপনগর। এসব স্থানে ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানেরা বাস করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 মনঃশির বংশধরেরা বেথ-শান, তানক, মেগিদ্দো ও দোর এবং এগুলির আশেপাশের জনপদগুলি নিয়ন্ত্রণ করত। এইসব এলাকায় যাকোবের পুত্র যোষেফের বংশধরেরা বাস করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর মনঃশি-সন্তানগণের সীমার পাশ্বর্স্থ বৈৎশান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দো ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 মনঃশির সীমানা বরাবর বৈৎ-শান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত। অধ্যায় দেখুন |