১ বংশাবলি 7:17 - পবিত্র বাইবেল17 ঊলমের পুত্রের নাম বদান। গিলিয়দের উত্তরপুরুষ নিম্নরূপ: গিলিয়দ ছিলেন মাখীরের পুত্র, মাখীর মনঃশির পুত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর ঊলমের সন্তান বদান। এসব মানশার পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ঊলমের ছেলে: বদান। মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 উলমের একটি পুত্র, তার নাম বদান। এরা সকলে মনঃশির পৌত্র ও মাখিরের পুত্র গিলিয়দের বংশধর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর ঊলমের সন্তান বদান। এই সকল মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 ঊলমের একজন ছেলের নাম বদান। এরা ছিল গিলিয়দের বংশের লোক। গিলিয়দ মাখীরের ছেলে আর মাখীর মনঃশির ছেলে। অধ্যায় দেখুন |