Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:16 - পবিত্র বাইবেল

16 লেবির পুত্ররা ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 লেবীর তিন পুত্র: গের্শোম হাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 লেবির সন্তান—গোর্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 লেবির ছেলেরা হল গের্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:16
10 ক্রস রেফারেন্স  

লেবি 137 বছর জীবিত ছিলেন। লেবির পুত্রদের নাম হল গের্শোন, কহাৎ‌ ও মরারি।


লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।


লেবীর পুত্ররা ছিলেন গের্শোন, কহাৎ ও মরারি।


তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল: গের্শোন হতে গের্শোনীয় পরিবার। কহাৎ‌ হতে কহাতীয় পরিবার। মরারি হতে মরারীয় পরিবার।


প্রভু যখন যিহূদা আর জেরুশালেমের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, যিহোষাদকও তখন বাসভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। প্রভু নবূখদ্‌নিৎ‌সরকে দিয়ে এই সময় যিহূদা আর জেরুশালেমের সমস্ত লোকদের বন্দী করিয়ে ভিন দেশে পাঠিয়ে ছিলেন।


গের্শোনের পুত্রদের নাম ছিল লিব্‌নি আর শিমিয়ি।


এরপর দায়ূদ হারোণ ও লেবীয় বংশের সমস্ত উত্তরপুরুষদের ডেকে পাঠালেন।


দায়ূদ লেবীয় নেতাদের সঙ্গে তাঁদের সতীর্থ গায়কদেরও ডেকে পাঠিয়ে বীণা, বাঁশি, খোল, কর্তাল, ভেঁপু বাজিয়ে আনন্দের গান গাইতে বললেন।


সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ূদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন। তারপর ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করা হল।


দায়ূদ এবং সৈন্যাধ্যক্ষরা আসফের পুত্র হেমন আর যিদূথূনের ঈশ্বরের দৈববাণী বীণা, তানপুরা, খোল ও কর্তালের সঙ্গে গানের মাধ্যমে পরিবেশন করার জন্য পৃথক করেছিলেন। এই কাজে যাঁরা নিযুক্ত হয়েছিলেন তাঁদের তালিকা নিম্নরূপ:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন