Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:1 - পবিত্র বাইবেল

1 লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 লেবীর তিন পুত্র: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:1
10 ক্রস রেফারেন্স  

লেবি 137 বছর জীবিত ছিলেন। লেবির পুত্রদের নাম হল গের্শোন, কহাৎ‌ ও মরারি।


লেবীর পুত্ররা ছিলেন গের্শোন, কহাৎ ও মরারি।


দায়ূদ গের্শোন, কহাৎ‌ ও মরারি লেবির পুত্রদের পরিবারগোষ্ঠী অনুসারে তিন ভাগে ভাগ করলেন।


তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল। লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল: গের্শোন হতে গের্শোনীয় পরিবার। কহাৎ‌ হতে কহাতীয় পরিবার। মরারি হতে মরারীয় পরিবার।


গের্শোনের উত্তরপুরুষ: গের্শোমের পুত্র ছিল লিব্‌নি, লিব্‌নির পুত্র যহত্, যহতের পুত্র সিম্ম,


লেবির পুত্ররা ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।


লেবীয়দের তিন পুত্র ছিল, তাদের নাম হল গের্শোন, কহাৎ‌ এবং মরারি।


কহাতের পুত্রদের নাম ছিল: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ আর উষীয়েল।


প্রভু আবার সীনয়ের মরুভূমিতে মোশির সঙ্গে কথা বললেন। প্রভু বললেন,


যেহেতু ঈশ্বর আমাদের সহায় ছিলেন ইদ্দো নিম্নলিখিত ব্যক্তিদের আমাদের কাছে পাঠালেন: মহলির উত্তরপুরুষ শেরেবিয় (মহলি ছিলেন একজন লেবি। লেবি ছিল ইস্রায়েলের সন্তান) শেরেবিয়র সঙ্গে তার পুত্ররা এবং ভাইরা মোট 18 জন পুরুষ এসেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন