Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:19 - পবিত্র বাইবেল

19 মেরদের স্ত্রী ছিলেন যিহূদার বাসিন্দা এবং নহমের বোন। তাঁর পৌত্রদের নাম কিয়ীলা আর ইষ্টিমোয়। কিয়ীলা আর ইষ্টিমোয় যথাক্রমে গর্ম্মীয় ও মাখাথীয়দের পূর্বপুরুষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 নহমের বোন হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাতীয় ইষ্টিমোয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 হোদিয়ের স্ত্রী তথা নহমের বোনের ছেলেরা: গর্মীয় কিয়ীলার বাবা, ও মাখাতীয় ইষ্টিমোয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 হোদিয়াহ্ বিবাহ করেন নাহামের ভগ্নীকে, এঁদের বংশধরেরা গার্ম ও মাকাথ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। গার্মরা বাস করত কিইলা জনপদে ও মাকাথীরা বাস করত ইশটিমোয়া জনপদে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 নহমের ভগিনী হোদিয়ের স্ত্রীর সন্তান গর্ম্মীয় কিয়ীলার পিতা ও মাখাথীয় ইষ্টিমোয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 নহমের বোনকে হোদিয় বিয়ে করেছিল, তার ছেলেরা হল গর্মীয় কিয়ীলার বাবা ও মাখাথীয় ইষ্টিমোয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:19
6 ক্রস রেফারেন্স  

কিয়িলা, অক্ষীব এবং মারেশা। মোট 9টি শহর এবং তাদের চারপাশের মাঠঘাট।


শীমোনের পুত্রদের নাম ছিল অম্নোন, রিণ্ন, বিন্-হানন আর তীলোন। যিশীর দুই পুত্রের নাম সোহেত্‌ আর বিন্-সোহেৎ‌।


এবং তাঁর ভাইদের মধ্যে শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,


হোদীয়, বানি এবং বনীনু।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন