Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:15 - পবিত্র বাইবেল

15 যিফুন্নির পুত্র ছিল কালেব। কালেবের পুত্রদের নাম: ঈরূ, এলা ও নয়ম। এলার পুত্রের নাম ছিল কনস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান— ঈরূ, এলা ও নয়ম এবং এলার সন্তানরা ও কনস।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 যিফূন্নির ছেলে কালেবের ছেলেরা: ঈরূ, এলা ও নয়ম। এলার ছেলে: কনস।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যিফুন্নির পুত্র কালেবের তিন পুত্র: ইরু, এলাহ্‌ এবং নয়ম। এলাহ্‌র পুত্র কেনস্‌।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর যিফুন্নির পুত্র কালেবের সন্তান—ঈরূ, এলা ও নয়ম, এবং এলার সন্তানগণ, ও কনস।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 যিফুন্নির ছেলে কালেবের ছেলেরা হল ঈরূ, এলা ও নয়ম। এলার ছেলের নাম ছিল কনস।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:15
10 ক্রস রেফারেন্স  

যিহূদার পরিবারগোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব।


সুতরাং যে দেশ আমি তোমাদের দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম সেখানে তোমাদের কেউই কোনোদিন প্রবেশ করতে এবং বাস করতে পারবে না। কেবলমাত্র যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয় সে দেশে প্রবেশ করতে পারবে।


তবে আমার সেবক কালেব একটু আলাদা রকমের, সে আমাকে পুরোপুরি অনুসরণ করেছে। সুতরাং সে যে জায়গা এর মধ্যেই দেখে নিয়েছে, আমি তাকে সেই জায়গাতেই নিয়ে আসব এবং তার বংশ সেই জায়গা অধিকার করবে।


মোশির কাছে যারা বসেছিল, কালেব তখন তাদের চুপ করতে বলল। তারপর কালেব বলল, “আমরা ওপরে যাবো এবং ঐ জায়গা আমাদের জন্য অধিকার করব। আমরা সহজেই ঐ জায়গা অধিকার করতে পারবো।”


মিয়োনোথয়ের পুত্রের নাম ছিল অফ্রা। সরায়ের পুত্রের নাম ছিল যোয়াব। এই যোয়াব ছিলেন কুশলী শিল্পী গে হারাসিমদের পূর্বপুরুষ।


যিহলিলেলের পুত্রদের নাম: সীফ, সীফা, তীরিয় আর অসারেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন