Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:22 - পবিত্র বাইবেল

22 শখনিয়র পুত্র শময়িয়; এবং শময়িয়ের পুত্র হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় আর শাফট মোট ছয় জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 শখনিয়ের সন্তানেরা হল: শমরিয়; আর শময়িয়ের সন্তান— হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, এই ছয় জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 শখনিয়ের বংশধরেরা: শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছ-জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শখনিয়ের একটি পুত্র শমইয় এবং পাঁচটি পৌত্র: হটুশ, যিগল, বারিহ, নিয়রিয় ও শফট।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 শখনিয়ের সন্তান—শময়িয়; আর শময়িয়ের সন্তান—হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, ছয় জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 শখনিয়ের বংশের লোকেরা হল শময়িয় ও তার ছেলেরা; হটুশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট। মোট ছয়জন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:22
4 ক্রস রেফারেন্স  

পীনহসের উত্তরপুরুষদের মধ্যে: গের্শোম; ঈথামরের উত্তরপুরুষদের মধ্যে: দানিয়েল; দায়ূদের উত্তরপুরুষদের মধ্যে: হটূশ,


হনানিয়র পুত্রের নাম পলটিয়। পলটিয়র পুত্রের নাম যিশায়াহ। যিশায়াহর পুত্রের নাম রফায়, রফায়ের পুত্রের নাম অর্ণন, অর্ণনের পুত্রের নাম ওবদিয় আর ওবদিয়র পুত্রের নাম শখনিয়।


ইলীযৈনয়, হিষ্কিয় আর অস্রীকাম নামে নিয়রিয়র তিনটি পুত্র ছিল।


শখনিয়ের উত্তরপুরুষদের মধ্যে পরোশ, সখরিয় ও আরো 150 জন পুরুষ;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন