১ বংশাবলি 3:17 - পবিত্র বাইবেল17 যিকনিয় বাবিলে বন্দী হবার পর তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: শল্টীয়েল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 বন্দী যিকোনিয়ের সন্তানেরা হল: তাঁর পুত্র শল্টীয়েল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 বন্দি যিহোয়াখীনের বংশধরেরা: তাঁর ছেলে শল্টীয়েল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 বন্দি যিকনিয়ের সন্তান—তাঁহার পুত্র শল্টীয়েল, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 বন্দী যিকনিয়ের ছেলেরা হল শল্টীয়েল, অধ্যায় দেখুন |
জেরুশালেমে ফিরে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল, যোষাদকের পুত্র যেশূয় ও তাঁদের ভাইরা, যাজকগণ, লেবীয়গণ ও অন্যান্য ব্যক্তিরা যাঁরা বন্দীদশা থেকে জেরুশালেমে ফিরে এসেছিলেন তাঁরা মন্দির নির্মাণের কাজ শুরু করলেন। তাঁরা 20 বছর এবং তার চেয়ে বেশী বয়স্ক লেবীয়দের মন্দির নির্মাণের তত্ত্বাবধানের জন্য বেছে নিলেন।