১ বংশাবলি 29:25 - পবিত্র বাইবেল25 প্রভু শলোমনকে অত্যন্ত মহৎ ও শক্তিশালীও করেছিলেন আর ইস্রায়েলের সমস্ত লোক একথা জানতেন। প্রভু শলোমনকে একজন রাজার যথাযোগ্য মর্যাদা দিয়েছিলেন যা তাঁর আগে ইস্রায়েলের অন্য কোন রাজাই পাননি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর মাবুদ সমস্ত ইসরাইলের দৃষ্টিতে সোলায়মানকে অতিশয় মহান করলেন এবং তাঁকে এমন রাজপ্রতাপ দিলেন, যা আগে ইসরাইলের কোন বাদশাহ্ পানি নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সমগ্র ইস্রায়েলের দৃষ্টিতে সদাপ্রভু শলোমনকে অত্যন্ত উন্নত করলেন এবং তাঁকে এমন রাজকীয় ঐশ্বর্য দান করলেন, যা ইস্রায়েলের কোনও রাজা কখনও পাননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 প্রভু পরমেশ্বর শলোমনকে সমগ্র জাতির কাছে ভক্তি ও সম্ভ্রমের পাত্র করে তুললেন। ইসরায়েল এ পর্যন্ত যত জন রাজত্ব করে গেছেন তাদের সবার চেয়ে শলোমনকে তিনি আরও বেশি মহিমায় ভূষিত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে শলোমনকে অতিশয় মহান্ করিলেন, এবং তাঁহাকে এমন রাজপ্রতাপ দিলেন, যাহা পূর্ব্বে ইস্রায়েলের কোন রাজা প্রাপ্ত হন নাই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের চোখে শলোমনকে খুব মহান করলেন এবং তাঁকে এমন রাজকীয় গৌরব দান করলেন যা এর আগে ইস্রায়েলের কোনো রাজাই পাননি। অধ্যায় দেখুন |