১ বংশাবলি 27:25 - পবিত্র বাইবেল25 রাজসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাঁদের ওপর দেওয়া হয়েছিল তাঁদের তালিকা নিম্নরূপ: অদীয়েলের পুত্র অস্মাবৎ ছিলেন রাজার কোষাধ্যক্ষ। গ্রাম, দুর্গ ও ছোট শহরগুলোর কোষাগারের দায়িত্বে ছিলেন উষিয়ের পুত্র যোনাথন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 অদীয়েলের পুত্র অস্মাবৎ বাদশাহ্র কোষাধ্যক্ষ ছিলেন এবং ক্ষেত, নগর, গ্রাম ও উচ্চগৃহগুলোতে যেসব ভাণ্ডার ছিল, সেসব ভাণ্ডারের নেতা ছিলেন উষিয়ের পুত্র যোনাথন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 রাজকীয় ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদীয়েলের ছেলে অসমাবৎকে। প্রত্যন্ত জেলা, নগর, গ্রাম ও নজর-মিনারগুলিতে অবস্থিত ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল উষিয়ের ছেলে যোনাথনকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25-31 রাজকীয় সম্পত্তির তত্ত্বাবধানের ভার যাদের উপর অর্পিত হয়েছিল, তাদের নামের তালিকা নীচে দেওয়া হলঃ রাজ কোষাগার—আদিয়েলের পুত্র অসমাভেৎস্থানীয় ভাণ্ডার—উষিয়ের পুত্র যোনাথন শস্য ক্ষেত্রের চাষী মজুর: কেলেবের পুত্র ইস্রি দ্রাক্ষাক্ষেত্র: রামাহ্-এর শিমেয়ি সুরা-ভাণ্ডার: শেফাম্ নিবাসী সাবদি পশ্চিম পাহাড়তলীর জলপাই ও সাইকমোরবনানী: গেদর নিবাসী বেল-হানান জলপাই তৈল ভাণ্ডার: যোয়াশ শারোণের সমতলভূমির গবাদি পশুপাল: শারোণ নিবাসী শির্তয় উপত্যকাসমূহের গবাদি পশুপাল: আদলাই-এর পুত্র শাফাৎ উটের পাল: ওবিল নামে একজন ইশ্মায়েলী গর্দভ পাল: মেরোনোথ নিবাসী যেহ্দিয়হ্ ছাগ ও মেষপাল: হাগার বংশীয় যাসিস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 অদীয়েলের পুত্র অস্মাবৎ রাজার কোষাধ্যক্ষ ছিলেন; এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল, সেই সকলের অধ্যক্ষ উষিয়ের পুত্র যোনাথন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 রাজার ভান্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্মাবতের উপর। ক্ষেত খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর। অধ্যায় দেখুন |
মিশরের লোকরা তাই ইস্রায়েলের লোকদের জীবনকে দুর্বিষহ করে তোলার ফন্দি আঁটল। অতএব ইস্রায়েলীয়দের তত্ত্বাবধান করবার জন্য মিশরীয়রা ক্রীতদাস মনিবদের নিয়োগ করল। এই দাস শাসকরা ইহুদীদের দিয়ে জোর করে রাজার জন্য পিথোম ও রামিষেষ নামে দুটি শহর নির্মাণ করাল। এই দুই শহরে রাজা শস্য এবং অন্যান্য জিনিসপত্র মজুত করে রাখলেন।