১ বংশাবলি 27:22 - পবিত্র বাইবেল22 দান বংশের নেতা ছিলেন যিরোহমের পুত্র অসরেল। এঁরাই ইস্রায়েল পরিবারগোষ্ঠীর নেতা ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 বিন্ইয়ামীনের কুলে অব্নেরের পুত্র যাসীয়েল; দানের কুলে যিরোহমের পুত্র অসরেল। এঁরা ইসরাইলের বংশের নেতা ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 দান গোষ্ঠীর উপর: যিরোহমের ছেলে অসরেল। এরাই ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীসম্প্রদায়ের নেতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 বিন্যামীনের কুলে অব্নেরের পুত্র যাসীয়েল; দানের কুলে যিরোহমের পুত্র অসরেল। ইহাঁরা ইস্রায়েলের বংশাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 দান গোষ্ঠীর নেতা যিরোহমের ছেলে অসরেল। এঁরাই ছিলেন ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতা। অধ্যায় দেখুন |