১ বংশাবলি 27:17 - পবিত্র বাইবেল17 লেবির বংশে: কমূয়েলের পুত্র হশবিয়, হারোণ বংশে: সাদোক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 লেবির গোষ্ঠীর উপরে: কমূয়েলের ছেলে হশবিয়; হারোণের গোষ্ঠীর উপরে: সাদোক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 লেবির কুলে কমূয়েলের পুত্র হশবিয়; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 লেবি গোষ্ঠীর নেতা কমূয়েলের ছেলে হশবিয়, হারোণের বংশের নেতা সাদোক, অধ্যায় দেখুন |
তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল। তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো। তারা লেবীয়র রাজা দায়ূদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন যে কে কি কাজ করবে। কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত।