১ বংশাবলি 26:26 - পবিত্র বাইবেল26 শলোমোৎ আর তাঁর আত্মীয়দের কাজ ছিল দায়ূদ মন্দিরের জন্য যে সব জিনিসপত্র সংগ্রহ করেছেন তার দেখাশোনা করা। সেনাবাহিনীর অধ্যক্ষরাও মন্দিরের জন্য অনেক কিছু দান করেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 বাদশাহ্ দাউদ এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতি শতপতি ও সেনাপতিরা যেসব বস্তু পবিত্র করেছিলেন, শলোমোৎ ও তাঁর ভাইয়েরা সেসব পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 রাজা দাউদের, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরূপে নিযুক্ত বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের এবং সৈন্যদলের অন্যান্য সেনাপতিদের দ্বারা উৎসর্গীকৃত জিনিসপত্র যেখানে রাখা হত, সেইসব কোষাগার দেখাশোনা করার দায়িত্ব তুলে দেওয়া হল শলোমোৎ ও তাঁর আত্মীয়দের হাতে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 রাজা দাউদ, পরিবার প্রধানেরা, গোষ্ঠীপতিরা এবং সামরিক অধ্যক্ষেরা ঈশ্বরের উদ্দেশ্যে মন্দিরে যে সমস্ত উপহার নিবেদন করতেন সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয়েছিল শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 রাজা দায়ূদ, ইস্রায়েলের বিভিন্ন বংশের নেতারা, হাজার ও শত সৈন্যের সেনাপতিরা এবং প্রধান সেনাপতিরা যে সব জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন শলোমোৎ ও তাঁর বংশের লোকেরা সেই সব জিনিসের ভান্ডারের দেখাশোনাকারী ছিলেন। অধ্যায় দেখুন |
যাজকগণ ও লেবীয়দের কয়েকটি দলে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটি বিভাগের জন্য কাজের সংজ্ঞা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। রাজা হিষ্কিয় এই সমস্ত দলের সবাইকে আবার নিজেদের কর্তব্য করতে আদেশ দিলেন। যাজক ও লেবীয়রা আবার নৈবেদ্য, হোমবলি ও মঙ্গল নৈবেদ্য নিবেদনের কাজে নিযুক্ত হলেন। মন্দিরের সেবা করা ছাড়াও তারা প্রভুর গৃহে ভক্তিগীতি ও প্রশস্তি গান করতেন।