১ বংশাবলি 24:4 - পবিত্র বাইবেল4 ঈথামরের পরিবারের তুলনায় ইলিয়াসরের পরিবার থেকে হওয়া নেতার সংখ্যা বেশি ছিল। ইলিয়াসরের পরিবারের মোট নেতার সংখ্যা ছিল 16 আর ঈথামরের পরিবারের নেতার সংখ্যা ছিল 8। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানদের চেয়ে ইলিয়াসরের সন্তানদের মধ্যে প্রধান লোক অনেক; আর তাদেরকে এরকম ভাগ করা হল; ইলিয়াসরের সন্তানদের মধ্যে ষোল জন পিতৃকুলপতি ও ঈথামের সন্তানদের মধ্যে আট জন পিতৃকুলপতি হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ঈথামরের বংশধরদের তুলনায় ইলিয়াসরের বংশধরদের মধ্যেই বেশি সংখ্যায় নেতা খুঁজে পাওয়া গেল, এবং তাদের সেভাবেই বিভক্ত করা হল: ইলিয়াসরের বংশধরদের মধ্যে থেকে ষোলো জনকে ও ঈথামরের বংশধরদের মধ্যে থেকে আট জনকে বংশের কর্তাব্যক্তি করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ইলিয়াসরের বংশধরদের ষোলটি দলে এবং ইথামরের বংশধরদের আটটি দলে ভাগ করা হয়। ইলিয়াসরের বংশধরদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ছিল বলে এইভাবে ভাগ করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল; ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ষোল জন পিতৃকুলপতি, ও ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃকুলপতি হইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এতে ঈথামরের বংশের লোকদের চেয়ে ইলীয়াসরের বংশের লোকদের মধ্যে অনেক বেশী নেতা পাওয়া গেল। সেইজন্য ইলীয়াসরের বংশের ষোলজন নেতার জন্য তাঁদের ষোল দলে এবং ইথামরের বংশের আটজন নেতার জন্য তাঁদের আট দলে ভাগ করা হল। অধ্যায় দেখুন |
শলোমন ইস্রায়েলের সেনাবাহিনীর সেনাপতি থেকে শুরু করে বিচারক এবং পরিবারসমূহের কর্ত্তাগণ, সকলের সঙ্গে কথা বললেন। শলোমন সহ তাঁরা সবাই গিবিয়োনের উচ্চস্থানে জড়ো হলেন যেখানে ঈশ্বরের সমাগম তাঁবু ছিল। প্রভুর অনুগত দাস মোশি ও ইস্রায়েলের লোকেরা যখন মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন, সে সময়ে তাঁরা এই তাঁবুর প্রতিষ্ঠা করেছিলেন।