Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 23:23 - পবিত্র বাইবেল

23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও যিরেমোৎ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 23:23
6 ক্রস রেফারেন্স  

আর মূশির পুত্রদের মধ্যে মহলি, এদর আর যিরেমোৎ। পরিবার অনুযায়ী এই সমস্ত লেবির নেতাদের নামই নথিভুক্ত আছে।


মরারির দুই পুত্র হল মহলি ও মুশি। এই প্রত্যেকটি পরিবারের প্রথম পূর্বপুরুষ ছিল ইস্রায়েলের সন্তান লেবি।


ইলিয়াসর অপুত্রক অবস্থাতেই মারা গিয়েছিলেন। তাঁর শুধু কয়েকটি কন্যা ছিল, যারা নিজেদের আত্মীয়দের মধ্যেই কীশের পুত্রদের বিয়ে করেছিল।


কুড়ি বছরের বেশি বয়স্ক লেবির উত্তরপুরুষদের মধ্যে যারা প্রভুর মন্দিরে কাজ করেছিল, পরিবার অনুযায়ী তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এরা সকলেই নিজেদের পরিবারের প্রধান ছিল।


তাঁর পিতা রাজা দায়ূদের নির্দেশ মতোই তিনি মন্দিরের কাজকর্মের জন্য যাজক ও লেবীয়দের দলভাগ করে দিয়েছিলেন। লেবীয়রা মন্দিরের নিত্য নৈমিত্তিক কাজকর্মে যাজকদের সহায়তা করতেন। এছাড়াও মন্দিরের প্রত্যেকটি ফটকের জন্য শলোমন দ্বাররক্ষীদের দলও নির্দিষ্ট করে দিয়েছিলেন।


পরিবারগোষ্ঠী অনুযায়ী মন্দিরের সেবার জন্য নিজেদের প্রস্তুত রাখো। রাজা দায়ূদ ও তাঁর সন্তান তোমাদের জন্য যে কর্তব্য বিধান করেছেন মন প্রাণ দিয়ে তা পালন করো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন