Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 23:16 - পবিত্র বাইবেল

16 ইলীয়েষরের বড় ছেলের নাম রহবিয় আর

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 গের্শোমের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন শবূয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 গের্শোমের বংশধরদের নেতা ছিলেন শবুয়েল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 23:16
6 ক্রস রেফারেন্স  

প্রভুর মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র যারা দেখাশোনা করত, গের্শোনের পুত্র মোশির পৌত্র শবূয়েল তাঁদের নেতা ছিল।


ত্রয়োদশ বারে শবূয়েলের পরিবার থেকে 12 জন পুত্র এবং আত্মীয়কে বাছা হয়েছিল।


অন্যান্য লেবিদের উত্তরপুরুষদের মধ্যে যাঁরা ছিলেন তাঁদের তালিকা দেওয়া হল: অম্রামের উত্তরপুরুষদের মধ্যে ছিলেন শবূয়েল আর শবূয়েলের উত্তরপুরুষদের মধ্যে থেকে যেহদিয়়।


তাঁর পুত্র গের্শোম আর ইলীয়েষরকে লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্গত হিসেবে ধরা হয়।


গের্শোমের বড় ছেলের নাম ছিল শবূয়েল। ইলীয়েষরের আর কোনো পুত্র না থাকলেও রহবিয়ের আরো অনেক পুত্র ছিল।


দায়ূদের নিজস্ব ভাববাদী হেমনের পুত্রদের মধ্যে ছিলেন বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল, যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দল্তি, রোমাম্তি, এষর, যশ্বকাশা, মল্লোথি, হোথীর, মহসীয়োৎ প্রমুখ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন