১ বংশাবলি 22:9 - পবিত্র বাইবেল9 কিন্তু তোমার এক পুত্র হবে শান্তির ধারক ও বাহক। তাকে আমি একটি শান্তিপূর্ণ জীবন দেব এবং তার আশেপাশের শত্রুরা যাতে তাকে উত্যক্ত না করে দেখব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 দেখ, তোমার একটি পুত্র জন্মগ্রহণ করবে, সে বিশ্রামের মানুষ হবে; আমি তার চারদিকের সকল দুশমন থেকে তাকে বিশ্রাম দেব, কেননা তার নাম সোলায়মান (শান্ত) হবে এবং তার সময়ে আমি ইসরাইলকে শান্তি ও নির্বিঘ্নতা দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কিন্তু তোমার এক ছেলে হবে, যে হবে শান্তি ও বিশ্রামযুক্ত এক মানুষ, এবং আমি তাকে তার চারপাশের সব শত্রুর দিক থেকে বিশ্রাম দেব। তার নাম হবে শলোমন, এবং আমি তার রাজত্বকালে ইস্রায়েলকে শান্তি ও নিস্তরঙ্গ পরিবেশ দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তবে তিনি আমায় একটি প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, তুমি একটি পুত্র লাভ করবে। তার রাজত্বকাল হবে শান্তিপূর্ণ। কারণ আমি তাকে তার সমস্ত শত্রুকুলের হাত থেকে স্বস্তি দেব। তার নাম হবে শলোমন। কারণ তার রাজত্বকালে আমি ইসরায়েলকে দান করব শান্তি ও নিরাপত্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে; আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্ব্বিঘ্নতা দিব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালবাসবে। তার চারপাশের শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে শলোমন (যার মানে শান্তি), কারণ আমি তার রাজত্বের দিনের ইস্রায়েলকে শান্তিতে ও নিরাপদে রাখব। অধ্যায় দেখুন |