Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 2:6 - পবিত্র বাইবেল

6 সেরহের পাঁচ পুত্রের নাম: শিম্রি, এথন, হেমন, কল্কোল আর দারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সেরহের ছেলেরা: সিম্রি, এথন, হেমন, কলকোল এবং দার্দা—মোট পাঁচজন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তার ভাই সেরহর পাঁচটি পুত্র—সিম্‌রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 সেরহের সন্তান—শিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা, সকলে পাঁচ জন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 সেরহের ছেলেরা হল সিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 2:6
7 ক্রস রেফারেন্স  

পৃথিবীর যে কোন ব্যক্তির চেয়েও তিনি বেশী জ্ঞানী ও বুদ্ধিমান ছিলেন। ইষ্রাহীর এথন বা মাহোলের পুত্র হেমন, কল্কোল ও দর্দার চেয়েও তাঁর বুদ্ধি ও বিচক্ষণতা বেশী ছিল। ইস্রায়েল ও যিহূদার চারি দিকের সমস্ত দেশগুলিতে রাজা শলোমনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল।


কিন্তু ইস্রায়েলের লোকরা ঈশ্বরের আদেশ পালন করে নি। যিহূদা পরিবারগোষ্ঠীর একজনের নাম ছিল আখন। তার পিতার নাম কর্ম্মি, পিতামহের নাম জিমরি। আখন কিছু জিনিস রেখেছিল, যেগুলো নষ্ট করে দেওয়া উচিৎ‌ ছিল। সেই জন্য প্রভু ইস্রায়েলের লোকদের উপর ক্রুদ্ধ হলেন।


পেরসের পুত্রদের নাম: হিষ্রোণ আর হামূল।


শিম্রির পুত্রের নাম কর্মি। কর্মির পুত্রের নাম ছিল আখর। যুদ্ধে লাভ করা জিনিসপত্র ঈশ্বরকে না দিয়ে নিজের কাছে রেখে আখর ইস্রায়েলকে বহুতর সমস্যার মধ্যে ঠেলে দিয়েছিলেন।


প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা। দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন